০৯ মে, ২০২৪

Robbery: জল খাওয়ার অছিলায় বৃদ্ধার গলা টিপে ডাকাতি শহর কলকাতায়
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-05 16:37:20   Share:   

দুঃসাহসিক ডাকাতির সঙ্গে বাড়ির বৃদ্ধাকে মারধরের ঘটনায় চারু মার্কেট থানা এলাকার কেপি রায় লেনে চাঞ্চল্য। শনিবার সন্ধ্যার এই ঘটনায় লুট গয়না। শনির সন্ধ্যায় বৃদ্ধা মিতা সাহাকে ফ্ল্যাটে একা পেয়ে হানা দেয় বাড়ির গাড়ির চালক। জল খাওয়ার অছিলায় ২৪/১ কে পি রায় লেনে ফ্ল্যাটে ঢুকে হামলা ওই বৃ্দ্ধার উপর। সিএন-কে আতঙ্কিত ওই বৃদ্ধা জানান, জল দেবো বলে অভিযুক্তকে আমি ঘরে ঢুকিয়ে বসতে বলি। আমি জল-বিস্কুট আনতে গিয়ে দেখি ও আমার এই ঘর ওই ঘর ঘুরছে। ঠাকুর ঘরে গিয়ে নমস্কার করে। ঠাকুরের গায়ে গয়নার দিকেই ওর নজর ছিল অভিযোগ বৃদ্ধার। গায়ের সব গয়না খোয়া গিয়েছে, সবমিলিয়ে প্রায় দশ ভরি সোনা লুট হয়েছে বলেই অভিযোগ বৃদ্ধার। নগদ খোয়া গিয়েছে কিনা, স্পষ্ট করতে পারলেন না আক্রান্ত মিতাদেবী।

পাশের ফ্ল্যাটের একজন সব শুনতে পেয়ে মিতাদেবীকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত, পরে পুলিস গ্রেফতারও করে সেই গাড়ি চালককে। এখন প্রশ্ন উঠছে শহরের প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে। সাম্প্রতিক কালে নাগেরবাজারে বাগানবাড়িতে একাকী বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিসি তদন্তে জানা গিয়েছিল, বৃদ্ধের গাড়ির চালকই এই ঘটনায় অভিযুক্ত। দীঘা থেকে ফেরার পথে গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। নিমতা থানা এবং নাগেরবাজার থানা এলাকাতেও প্রবীণ নাগরিকদের একা পেয়ে ঘটেছে হামলার ঘটনা। ব্যারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় হওয়া এই দুই পৃথক ঘটনায় অভিযুক্ত একই ব্যক্তি। কিন্তু এতকিছুর পরেও প্রশ্ন উঠছে, কতটা সুরক্ষিত তিলোত্তমার প্রবীণ নাগরিকরা।


Follow us on :