২৬ এপ্রিল, ২০২৪

weather update: ফের উর্ধ্বমুখী তাপমাত্রা! বছরের শেষ সপ্তাহও কী গরমে কাটবে? কী বলছেন আবহবিদরা
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-25 10:14:28   Share:   

বছর শেষে হাড়কাঁপানো ঠান্ডার বদলে এবার শীত (winter) প্রায় নেই বললেই চলে। ক্রীসমাস ইভ (Christmas Eve)-এর সন্ধ্যায় শীতপোশাকের দেখা ছিল না বললেই চলে। শনিবার দুপুর থেকেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা (temperature)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু (Tamil Nadu) উপকূলে বঙ্গোপসাগরের উপর একটি সিস্টেম রয়েছে এবং রবিবার একটি উচ্চচাপ বলয় তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আগামী তিন থেকে চারদিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ পুরো রাজ্যে রবিবার, সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে।

হাওয়া অফিস সূত্রে আরও খবর, ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে বছরের শেষে কিছুটা হলেও ফিরতে পারে শীতের আমেজ। তবে এদিকে, এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতায়। রাজ্যজুড়েই ঊর্ধ্বমুখী পারদ। বড়দিনে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ।


Follow us on :