২৬ এপ্রিল, ২০২৪

Weather: ঊর্ধ্বমুখী তাপমাত্রা! এবার কি শীতের বিদায় বঙ্গে? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-23 11:34:09   Share:   

কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকায় সোমবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে রবিবার ন্যূনতম তাপমাত্রা বেড়েছিল ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামী দিন পাঁচেক উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে গরমেই (Weather) কাটবে এবারের সরস্বতী পুজো। সোমবার থেকে তাপমাত্রা (Temperature) উর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছিল। জানুয়ারির শেষে বিদায় শীতের বলে জানিয়েছে মৌসম ভবন।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ প্রধানত ৫ দিন শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রির কাছাকাছি। আগামী তিন-চার দিনে তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রি কাছাকাছি এসে দাঁড়ানোর সম্ভাবনা।


Follow us on :