১৩ মে, ২০২৪

Jhalda: ৫ প্রতিনিধির তৃণমূলে যোগদানের প্রভাব! ঝালদা পুরসভায় ইস্তফা উপপৌরপ্রধানের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-14 19:52:10   Share:   

ঝালদা পুরসভার উপপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। বৃহস্পতিবারই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত বুধবার রাতে কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ৫ পুরপ্রতিনিধি যোগ দেন তৃণমূলে। তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।

পূর্ণিমা মাহাতো জানিয়েছেন, দল সংখ্যাগরিষ্ঠতা হারানোয় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'নৈতিক কারণে পদ থেকে ইস্তফা দিলাম।'

বাঘমুন্ডির প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতর সঙ্গে কথা বলেই পূর্ণিমা তাঁর ইস্তফাপত্র জমা দেন। অনাস্থা ভোটের শেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে তৃণমূলের হাত থেকে ঝালদা পুরসভার দখল পায় কংগ্রেস। মামলা কলকাতা হাই কোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে গড়ালেও শেষ পর্যন্ত হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, পুরপ্রধান হবেন দায়িত্ব পেয়েছিলেন শীলা। আর পুরভোটের পরে আততায়ীদের গুলিতে নিহত কংগ্রেস পুরপ্রতিনিধি তপনের স্ত্রী পূর্ণিমা উপপুরপ্রধান হন।


Follow us on :