১৪ মে, ২০২৪

Tet: নিয়োগ দুর্নীতির আবহেই ফের টেট রাজ্য, জানুন কবে!
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-14 13:19:18   Share:   

২০২৩ সালে ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট পরীক্ষা হবে। আগেই জানিয়েছিল পর্ষদ। বুধবার সাংবাদিক বৈঠক করেন পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। বুধবার সন্ধ্যায় পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা।

এনসিটিই-এর গাইডলাইন অনুযায়ী, গতবছর ডিসেম্বরেই টেট পরীক্ষা হয়। এক বছরের মধ্যেই ফের টেট পরীক্ষার ঘোষণা পর্ষদের। পর্ষদ সভাপতি এদিন জানিয়েছেন। এই বছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে, পরীক্ষার্থীরা কপি তাঁদের বাড়িতে নিয়ে যেতে পারবেন।

গতবছর টেটে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তবে সেই নিয়োগ প্রক্রিয়াও আইনি জটিলতায় আটকে আছে। ফের টেট পরীক্ষা ঘোষণা করল পর্ষদ।


Follow us on :