২৭ এপ্রিল, ২০২৪

Weather: বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, জানুন ভিজতে চলছে কোন কোন জেলা...
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-29 12:37:33   Share:   

দোলপূর্ণিমা যেতে না যেতেই শুরু সূর্যের চোখ রাঙানি। মার্চের শেষেই তাপমাত্রা বৃদ্ধিতে নাজেহাল হচ্ছে বঙ্গবাসী। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। চলতি সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাও। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা। 

আগামী শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 


Follow us on :