০৯ মে, ২০২৪

Weather: ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে দক্ষিণবঙ্গ, কবে গরমের প্রবেশ ঘটবে? জানাল হাওয়া অফিস
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-25 11:36:57   Share:   

সকাল থেকে মুখভার আকাশের। বইছে ঠাণ্ডা হাওয়া। রবিবার ছুটির দিনেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। সমুদ্র থেকে অবাধে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিমী ঝঞ্জা এবং ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এরফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে বজ্রবিদুৎ সহ বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। বুধবার থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে। এছাড়াও উত্তরাখণ্ড থেকে শুরু করে মধ্যপ্রদেশ, অসম, মেঘালয় সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম। দার্জিলিংয়ের পার্বত্য় এলকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি আপাতত শুকনো থাকবে। 


Follow us on :