১৫ মে, ২০২৪

Santiniketan: 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট'-এর তকমা পেল শান্তিনিকেতন, ঘোষণা ইউনেসকো-র
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-17 20:22:58   Share:   

রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতনের (Shantiniketan) মুকুটে জুড়ল নয়া পালক। ইউনেসকোর (UNESCO) 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট'-এর (World Heritage Site) তকমা পেল শান্তিনিকেতন। আজ সরকারিভাবে ট্যুইট করে ঘোষণা করল ইউনেসকো। এই ঘোষণার পর থেকেই শুধুমাত্র বীরভূম বা বাংলার জন্য নয়, পুরো ভারতের জন্যই এটা একটা গর্বের মুহূর্ত।

শান্তিনিকেতনের নাম এখন সারা বিশ্বে আরও বেশি করে ছড়িয়ে পড়বে, এমনটা ভাবতেই আপামর বাঙালিরা আনন্দে আত্মহারা। শান্তিনিকেতনের সঙ্গে প্রত্যেক বাঙালির আবেগ জড়িয়ে। কারণ শান্তিনিকেতন বলতেই বাঙালিদের চোখে ভেসে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি। ফলে শান্তিনিকেতন নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। এ এক গর্বেরও বিষয়। ফলে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর তকমা পেতেই উৎসবের আবহ শান্তিনিকেতনে। শুধুমাত্র ভারতবাসী নয়, এবার থেকে পুরো বিশ্ববাসী শান্তিনিকেতনকে চিনবে তাজমহল, অজন্তা, ইলোরা, খাজুরাহোর মতোই বিশ্ব ঐতিহ্য হিসেবে।


Follow us on :