২২ মে, ২০২৪

Toto: পুরুলিয়ায় বেআইনি টোটো বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানে নামলেন আরটিও আধিকারিকরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-13 09:20:32   Share:   

বেআইনি টোটো (Illegal Toto) দৌরাত্ম্য কমাতে বেআইনি টোটো বিক্রেতদের বিরুদ্ধে অভিযানে নামলো পুরুলিয়া (Purulia) আরটিও (RTO) দফতর। শহরে যেখানে সেখানে গজিয়ে ওঠা অনুমতিহীন টোটো দোকান গুলিতে গিয়ে অভিযান চালিয়ে টোটো কেনাবেচার উপর নিষেধাজ্ঞা (Prohibition) জারি করেছেন আরটিও দফতরের আধিকারিকরা। 

শুক্রবার, শহরের বিটি সরকার রোড, দেশবন্ধু রোড সহ শহরের একাধিক টোটোর দোকানে গিয়ে তাঁদের টোটো বিক্রির অনুমতির কাগজপত্রের খোঁজ নেন আরটিও আধিকারিকরা। যদিও অধিকাংশ দোকান গুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিকরা। ফলে তাঁদের কড়া ভাষায় সতর্ক করা হয়। অনেক দোকানের মালিকরা আরটিও দফতরের আধিকারিক পৌঁছানোর আগেই দোকান ছেড়ে পালিয়ে যান। 

এদিন আরটিও দফতরের আধিকারিক বলেন, শহরে অনুমতিহীন টোটো বিক্রি হলেও সেই সব টোটোর কোনও রেজিস্ট্রেশন নেই। ফলে রেজিস্ট্রেশন ছাড়াই শহরে অবাধে চলছিল এই বেআইনি টোটোগুলি। সম্প্রতি বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই, প্রথম ধাপে বেআইনি টোটো বিক্রি রুখতে এদিনের এই অভিযান। আগামী দিনে রাস্তায় যেসব নম্বরবিহীন বেআইনি টোটো চলছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

 প্রসঙ্গত, শহর জুড়ে টোটোর দৌরাত্ম্যের ঘটনা নতুন নয়। দিন যত বাড়ছে, পাল্লা দিয়ে ততো বাড়ছে টোটোর সংখ্যা। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত বিনা লাইসেন্স এবং বিনা নম্বরে টোটো নিয়ে রাস্তায় রাজত্ব করছে এই বেআইনি টোটো গুলি। এর ফলে শহর জমছে ব্যাপক যানজট। যখন তখন সড়কপথে ঘটছে দুর্ঘটনা। আর তাই শুক্রবার আরটিও দফতরের আধিকারিকরা বেআইনি টোটো দৌরাত্ম্য রুখতে শহরের বিভিন্ন অনুমতিহীন দোকানগুলিতে অভিয়ান চালায়।


Follow us on :