১০ মে, ২০২৪

Turtle: মালদহ স্টেশনে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ, পাচারের আগেই বাজেয়াপ্ত করল আরপিএফ
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-23 16:03:55   Share:   

বুধবার সকালে মালদহ (Maldah) রেলস্টেশন থেকে ৫১ টি বিরল প্রজাতির কচ্ছপ (Turtle) উদ্ধার করল আরপিএফ। গোপন সূত্রে খবর পেয়ে ১৩৪১৪ দিল্লি-মালদহ নিউ ফরাক্কা এক্সপ্রেসের কোচ নম্বর এস ৬ নং বগিতে তল্লাশি অভিযান করতেই এই কচ্ছপগুলি উদ্ধার করে আরপিএফ। পুলিসের প্রাথমিক অনুমান, কচ্ছপগুলোকে বেআইনিভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পাচারের আগেই কচ্ছপগুলেকে বাজেয়াপ্ত করা হয়েছে। 

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও মালদহ টাউনশিপ রেলস্টেশনে নজরদারি চালাচ্ছিলেন আরপিএফের আধিকারিরা। গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা এক্সপ্রেসে তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। এরপর ওই এক্সপ্রেসের ৬ নম্বর বগির থেকে উদ্ধার করা হয় ৫১ টি বিরল প্রজাতির কচ্ছপ।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্য়ে শুরু হয়েছে তদন্ত। তবে কোথা থেকে এই কচ্ছপগুলি আনা হয়েছে বা কোথায় পাচার করা হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। রেল সুরক্ষা বাহিনী এই কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দিয়েছে।


Follow us on :