০৯ মে, ২০২৪

Beliaghata: গাঁজা ব্য়বসা বন্ধের দাবিতে বিক্ষোভ, আহত তিন, উত্তেজিত শাসনের বেলিয়াঘাটা
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-30 16:20:03   Share:   

শাসনের বেলিয়াঘাটায় অবৈধভাবে রমরমিয়ে চলছে গাঁজার ব্যবসা। সেই ব্য়বসায় বন্ধের প্রতিবাদে আক্রান্ত তিনজন। অভিযোগ, পুলিসের মদতে চলে গাঁজা ব্যবসা। ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসীরা ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়ি। পলাতক অভিযুক্ত গাঁজা ব্য়বসায়ী। যদিও গোটা ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত গাঁজা ব্যবসায়ীর স্ত্রীর। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ওই তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গ্ৰামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোবিল বিক্রির দোকানের আড়ালে রমরমিয়ে চালাছিল গাঁজার ব্যবসা। এরফলে বহিরাগতদের আনাগোনায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে স্থানীয় যুবক দিনেশ সর্দার গাঁজা বিক্রির প্রতিবাদ করলে অভিযুক্ত গাঁজা ব্যাবসায়ী তাঁকে কাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন প্রতিবাদীকে মারধর করে অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী। 


Follow us on :