১৫ মে, ২০২৪

Water: দীর্ঘদিনের জলসংকট, পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ দেগঙ্গাবাসীদের
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-01 15:22:29   Share:   

জলের (Water) দাবিতে পথ অবরোধ। টাকি রোড (Taki Road) অবরোধ করে বিক্ষোভ (Demonstration) দেখালেন দেগঙ্গা ১ নং পঞ্চায়েতের চট্টলপল্লী এলাকাবাসী। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও পানীয় জলের সমস্যার কোনও সুরাহা মেলেনি।

দেগঙ্গা ১ নং পঞ্চায়েতের চট্টলপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা। ভুক্তভুগী স্থানীয় মানুষজন। যার কারণে বাধ্য হয়ে পুকুরের জলই ব‍্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। এরফলে বাড়ছে পেটের রোগ সহ বিভিন্ন রোগের প্রকোপ। এই গরমের মধ্যেও প্রতিদিন পানীয় জল আনতে যেতে হয় গ্রামবাসীদের অনেক দূর। বাধ্য হয়ে সোমবার টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিস। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। 

গ্ৰামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে চলছে জলের সমস্যা। পানীয় জল কিনে খেতে হচ্ছে গ্রামবাসীদের। যা তাঁদের পক্ষে প্রতিনিয়ত সম্ভব নয়। যার জন্য ক্ষোভে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছে গ্রামবাসীরা। তাঁদের দাবি পানীয় জলের সমস্যা না মিটলে আগামী দিন তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আদৌ কি হবে পানীয় জলের সমস্যার সমাধান? উত্তর অধরাই।



Follow us on :