১০ মে, ২০২৪

Adhir: কংগ্রেস কর্মী খুনে পুলিসকে দায়ী, হুঁশিয়ারি কংগ্রেস নেতা অধীরের
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-10 16:23:22   Share:   

মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের পিছনে রয়েছে পুলিসি (Police) নিষ্ক্রিয়তা। শনিবার এই অভিযোগ সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। কান্দির হাসপাতাল ঘুরে অধীরের অভিযোগ, খুনিদের না ধরে পুলিশ আক্রান্তদের বাড়ির উপরে নজর রাখছে। তাঁর অভিযোগ, পুলিশের মদতেই রতনপুর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। একইসঙ্গে তৃণমূলকে সতর্ক করে দিয়েছেন তিনি। অধীর জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস একতরফা ভাবে মার খাবে না। পাল্টা প্রতিরোধও করবে।

উল্লেখ্য খড়গ্রামের ঘটনায় এখনও পর্যন্ত দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এরমধ্যেই রাজ্যপালকে চিঠি লিখে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলেই দাবি করেছেন অধীর চৌধুরী। নবান্ন অবশ্য ইঙ্গিত দিয়েছে, গ্রামের ভোট হবে রাজ্য পুলিশের নজরদারীতেই। আর তাতেই আপত্তি অধীরের। তাঁর দাবি, পঞ্চায়েতের আগেই এমন পরিস্থিতি। ভোটের দিন তা মাত্রা ছাড়াবে।

এদিকে, এদিনও মনোনয়ন জমাকে কেন্দ্র করে একাধিক জায়গা থেকে ঝামেলার খবর পাওয়া গিয়েছে।


Follow us on :