১৫ মে, ২০২৪

Bhangar: ভাঙড়ে যেতে বাধা বিধায়ককে, নিউটাউনে নওশাদের গাড়ি আটকাল পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-14 16:31:44   Share:   

ভাঙড়ে যেতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে বাধা দেওয়ার অভিযোগ। নিউটাউনের হাতিশালার কাছে নওশাদের পথ আটকায় কলকাতা পুলিস। পুলিসের দাবি, ১৪৪ ধারা থাকায় ভাঙড়ে যেতে পারবেন না নওশাদ। অন্যদিকে, নওশাদের দাবি, তিনি ভাঙড়ের বিধায়ক, তাহলে কেন তাঁকে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে বেশকিছুক্ষণ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা চলে নওশাদের। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গোটা ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তল্লাশি চালানোর দাবি জানান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, "তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমি বিধায়ক, আর আমায় যেতে দেওয়া হচ্ছে না। "আমি শান্তির বার্তা নিয়ে এসেছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো ভাঙড়ে তল্লাশি চালানো হোক।"

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা-র দাবি, কেউই ঢুকতে পারছে ভাঙড়ে। সেখানে নওশাদ গিয়ে উস্কানি দিতে চাইছেন। এমনই অভিযোগ তুলেছেন শওকত।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমা-গুলি, রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবারের পর থেকে সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে।


Follow us on :