১৭ মে, ২০২৪

Buffalo: পাচারের আগে পুলিসের জালে মহিষ ভর্তি লরি, গ্রেফতার ২
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-20 18:26:02   Share:   

ফের পাচারকার্য (Smuggling) রুখলো পুলিস। মহিষ (Buffalo) ভর্তি একটি দশ চাকা গাড়ি আটক করলো পুলিস (Police)। ওই গাড়িটি থেকে উদ্ধার করা হয় প্রায় ৪০ টি মহিষ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Phansidewa) মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থানার অন্তর্গত মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে। এই ঘটনায় ওই গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ধৃত ওই দুজনকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহাকুম আদালতে পাঠানো হয়েছে। এমনকি এই ঘটনায় মূল অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হাবিবুল রহমান ও আব্দুল হাকিম। দু'জনের বাড়িই বিহারের পূর্ণিয়া জেলায়।  

পুলিস সূত্রে খবর, বুধবার রাতে মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে বিধান নগর থানার পুলিস নাকা চেকিং চালায়। আর সেই সময়ই একটি দশ চাকার কন্টেনার গাড়িকে আটক করে। তারপরেই গাড়িটির ভিতরে তল্লাশি চালানোর সময় গাড়ির ভিতর থেকে প্রায় ৪০ টি মহিষ উদ্ধার করে পুলিস। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, মহিষ গুলিকে উদ্ধার করার পরেই গাড়ির চালককে মহিষ বোঝাই করে নিয়ে যাওয়ার জন্য বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে গাড়ির চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এর ফলেই পুলিস মহিষ সহ কন্টেনার গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে এবং গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, বিহারের পূর্ণিয়া থেকে মহিষ গুলি অসমের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে।


Follow us on :