০৯ মে, ২০২৪

Death: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের পরিকল্পনা, পাচারের আগে গুলিতে মৃত ১ পাচারকারী
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-23 18:00:39   Share:   

গরু পাচারে বাধা দিতে গিয়ে পাচারকারীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে বিএসএফ। আত্মরক্ষা করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বনগাঁ বাঁশঘাটা সীমান্তের কাছে। যদিও এখনও পর্যন্ত মৃত ব্য়ক্তির পরিচয় জানা যায়নি। 

সূত্রের খবর, সোমবার ভোরে বনগাঁ বাঁশঘাটা সীমান্তের কাছে গরু পাচার করছিল পাচারকারীদের একটি দল। বিএসএফ-এর দায়িত্বরত জওয়ানদের চোখে পড়তেই তাদের থামতে বলে। অভিযোগ, পাচারকারীরা না থেমে উল্টে বিএসএফদের উপর হামলা চালাতে শুরু করে। সেই সময় নিজেদের আত্মরক্ষা করতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। পাচারকারীরা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেই গুলিতে আহত হয় একজন। 

এরপর তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিএসএফের পক্ষ থেকে বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিস বাকি পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।


Follow us on :