১৭ মে, ২০২৪

Bankura: আদিবাসী তরুনীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ বাঁকুড়ায়
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-13 14:06:16   Share:   

এক আদিবাসী তরুনীকে শারীরিক নির্যাতনের (Physical Abuse) ঘটনায়, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ (Agitation)। বিক্ষোভে সামিল আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) খাতরা থানার অন্তর্গত সুপুর মোড়ে। রবিবার সকাল থেকে এই পথ অবরোধ করে বিক্ষোভের জেরে স্তব্ধ রয়েছে যান চলাচল। খবর পেয়ে খাতড়া থানার পুলিস (Police) অবরোধস্থলে পৌঁছালেও অবরোধকারীদের রাস্তা থেকে সরানো যায়নি। অবরোধকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ এই অবরোধ চালিয়ে যাবেন তাঁরা। 

স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেলে বাঁকুড়ার খাতড়া থানা এলাকার এক আদিবাসী তরুনী মাঠে গরু চরাতে যান। অভিযোগ, সেই সময়ই এক যুবক আচমকাই সেখানে হাজির হয়। তারপরেই তাঁকে জোরপূর্বকভাবে ওই আদিবাসী তরুনীকে শারিরীক ভাবে হেনস্থা ও নির্যাতন করে। তবে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ওই তরুণী কোনওরকমে পালিয়ে যান। তারপরেই তিনি থানায় গিয়ে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, অভিযোগ করার পরেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিস। তাই অবিলম্বে ওই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল রবিবার সকাল থেকে পথে নেমেছেন।


Follow us on :