২৭ এপ্রিল, ২০২৪

Elephant: রোদ থেকে বাঁচতে চা বাগানে ছায়ার আশ্রয়ে হাতির দল, আতঙ্কে দিশেহারা শ্রমিকরা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-01 16:54:47   Share:   

ফের হাতির তাণ্ডব। এবার সটানে একটি চা বাগানে (tea garden) ঢুকে পড়ে হাতির (Elephant) দল। আতঙ্কে কাজ বন্ধ বাগানের একাংশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা। ঘটনাটি জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটা ব্লকের গাঠিয়া চাবাগানের।

কর্মীরা জানান, মঙ্গলবার সকালে বাগানের ডি সেকশনে ঢুকে পড়ে একপাল বুনো হাতি। প্রায় ২৫ থেকে ৩০টি হাতি রয়েছে সেই দলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগানের ওই অংশে। কাজ বন্ধ করে পালিয়ে যান শ্রমিকেরা। অন্যদিকে, হাতির দল দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

জানা গিয়েছে, এই বুনো হাতির দলটি ডায়নার জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়েছে। খবর পেয়ে বনদফতরের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা ভিড় সরিয়ে দিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন। বনদফতর সূত্রে খবর, হাতির দলটি কোনও ক্ষয়ক্ষতি করেনি। বাগানের ছায়াগাছে নিচেই তারা আশ্রয় নিয়েছে। বনকর্মীদের অনুমান, সন্ধ্যা নামলেই হাতির দলটি নিজেরাই জঙ্গলে ফিরে যাবে। ততক্ষণ সমস্ত সাবধানতা অবলম্বন করেছেন তাঁরা। 


Follow us on :