১৭ মে, ২০২৪

Suvendu: নির্বাচনী প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে শুভেন্দুর কনভয়ে চোর স্লোগান তৃণমূলের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-07 13:58:02   Share:   

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে (Nandigram) সম্মুখ সমরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তৃণমূল (TMC)। বিজেপির অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে চোর স্লোগানও দেওয়া হয়েছে তৃণমূলের দিক থেকে। বৃহস্পতিবার নন্দীগ্রামের বিশেষ পর্যবেক্ষক কুণাল ঘোষের নেতৃত্বে বাজার এলাকায় প্রচার চালাচ্ছিল শাসক দল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় এসে পড়ে শুভেন্দুর কনভয়। তখনই চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় বিরক্ত প্রকাশ করেন শুভেন্দু। পরিস্থিতি সামাল দিতে শুভেন্দুর কনভয়কে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম এখন আলোচ্য বিষয়। ২০২১ সালে বিধানসভা ভোটের পর এই অঞ্চলের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এবারের পঞ্চায়েত ভোটেও সবার নজর থাকবে এই অঞ্চলের দুটি ব্লকের উপরে। এই পরিস্থিতিতে স্থানীয় বাজার এলকায় এদিন প্রচার করছিল তৃণমূল কংগ্রেস। সেইসময় ওখান দিয়েই যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়।

স্থানীয়রা জানিয়েছেন, পুলিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খুব দ্রুত ওই এলাকা থেকে শুভেন্দুকে সরিয়ে দেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা।


Follow us on :