১৬ মে, ২০২৪

BJP: 'তৃণমূলের মুখোশ খুলে দেব,' তৃণমূলের ধরণার দিন দিল্লিতে হুঙ্কার রাজ্য বিজেপির
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-02 14:27:43   Share:   

১০০ দিনের টাকা ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে অক্টোবর ২ এবং ৩ তারিখ তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। এরই পাল্টা সোমবার দিল্লিতে মেগা সাংবাদিক বৈঠকে তৃণমূলকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির তরফে ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতো।

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বাংলায় আবাস যোজনা ও ১০০ দিনের টাকায় দুর্নীতির অভিযোগ তোলেন। যদিও পূর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারক তৃণমূলের বিরুদ্ধে এ বিষয়ে দুর্নীতির অভিযোগ তোলেন। সুকান্ত মজুমদার এদিন বলেন, 'গ্রাম পঞ্চায়েতে সমীক্ষা করে দেখা গিয়েছে এনআরইজিএ, পিএমএওয়াই-তে দুর্নীতি হয়েছে।'

সুকান্ত এদিন অভিযোগ তোলেন, 'কেন্দ্রীয় দল যা তথ্য প্রমাণ পেয়েছে, তা হিমশৈলের চূড়ামাত্র। রাজ্য সরকারের কাছে  যে ইস্যু তোলা হয়েছিল তার উত্তর দেয়নি। কোনও পদক্ষেপ করা হয়নি। কেন্দ্রের রিপোর্টে ১৫টি পয়েন্ট তোলা হয়েছিল। একটারও জবাব দেওয়া হয়নি।'

এছাড়া এদিন তিনি দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করেন। তিনি আরও বলেন, 'কেন্দ্রের আবাস প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হয়নি। দেওয়াল ধসে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই তিন শিশুর জন্য দায়ী রাজ্য সরকার। অভিষেক বন্দোপাধ্যায়ের নাটক বাংলার মানুষ বোঝেন।


Follow us on :