১৭ মে, ২০২৪

Nadia: কুসংস্কার মানতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার, তদন্তে পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-06 15:54:30   Share:   

বর্তমান সময়ে যখন চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে ভারত, মুঠোফোনে গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। ঠিক এই সময়ে কুসংস্কারে আচ্ছন্ন বাংলার ছবি প্রকাশ্যে এলো। কুসংস্কার মানতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল ৬৫ বছর বয়সি এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার কাশ্যপ পাড়াএলাকায়। পরিবার সূত্রে খবর, নতুন কাপড় আগুনে না দিয়ে পোড়াতে নেই, এমনই কুসংস্কার মানতেন বৃদ্ধা কাজল রানী দাস। নতুন কাপড় কিনে আগুনে পোড়াতে গিয়েই ঘটে বিপত্তি। ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিস।

জানা গিয়েছে, নতুন কাপড়ে আগুন লাগাতেই দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই আগুন চোখের নিমেষে নিজের গায়ের শাড়িতে লাগে। এরপর ছড়িয়ে পড়ে বৃদ্ধার গোটা শরীরে। তড়িঘড়ি ছেলে সুরজিৎ দাস আগুন নিভিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কাজল রানী দাসের। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে পুলিস। তবে বর্তমান সময়ে এই ধরনের কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে এখনও বাংলার মানুষ। কবে এই কুসংস্কার এর হাত থেকে মুক্ত হবে বাংলা? এই প্রশ্নই বারবার উঠে আসছে।


Follow us on :