১৫ মে, ২০২৪

Baruipur: ডিএ নয়, সুস্থ পরিবেশের দাবিতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষক ও ছাত্রছাত্রীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-01 18:23:19   Share:   

ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষকেরা। আন্দোলন, বিক্ষোভ ছাড়া উপায়ও নেই। ডিএ-র দাবি নয়, এবার স্কুলের পাশে ময়লা আবর্জনা দূর করতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামলেন শিক্ষক শিক্ষিকারা। আর আসবেন নাই বা কেন। দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সীতাকুণ্ড রোডে মাদারাট পপুলার একাডেমী স্কুলের পাশেই বিশাল আবর্জনার স্তূপ। প্রশাসনের নজরে বিষয়টি আনার জন্যই প্রতিবাদের পথ বেছে নিলেন শিক্ষকেরা। আন্দোলনে সামিল হয়েছে ছাত্র-ছাত্রীরাও।

শিক্ষকরা জানিয়েছেন, বৃষ্টি হলে ভ্যাটের দুর্গন্ধে ক্লাস করানো যায়না। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের ফলে স্কুলের ছাত্রছাত্রীরা বারংবার অসুস্থ হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারাও অসুবিধের সম্মুখীন হচ্ছেন। বারংবার প্রশসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই রাস্তায় নেমে প্রতিবাদের পথকেই তা৬রা বেছে নিয়েছেন।

স্কুলেরই এক ছাত্রী জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই ময়লা আবর্জনা ডিঙ্গিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে তাঁদের। তাঁদের অভিভাবকরাও একাধিকবার আপত্তি জানিয়েছেন। স্থানীয় নেতৃত্বকে জানিয়েছেন। তবুও সমস্যার সমাধান হয়নি।


Follow us on :