১২ মে, ২০২৪

Bridge: বিধায়ক-সাংসদকে বলেও রেজাল্ট শূন্য! ফান্ডের অভাবে ধুঁকছে কুলপির গ্রামের সেতু
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-07 13:20:48   Share:   

গত আট বছর ধরে বেহাল দশা কাঠের সেতুর (Bridge Porblem)। আর তার উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করে প্রায় সাত থেকে আটটি গ্রামের মানুষ। এই ঘটনাটি ঘটেছে কুলপি (Kulpi) ব্লকের রাজারাপুর এলাকায়। বারবার সেতু সংস্করণের কথা প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনও সুরাহা। সংস্কারের অভাবে এই সেতুটির উপরে থাকা কাঠের পাটাতন ভেঙে গিয়েছে। পড়ুয়াদের স্কুলে যাওয়ার সময় বেশ সমস্যায় পড়তে হয়। এমনকি কখনও কারও শরীর অসুস্থ হলে এই সেতু দিয়ে তাঁকে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে, অভিযোগ এলাকাবাসীদের।

স্থানীয়দের দাবি, এই সেতু ভেঙে যাওয়ার কারণে যাতায়াতের সময় পাটাতনের মধ্যে পা ঢুকে যায়। অনেক সময় বাচ্চাদের পা ঢুকে গেলে তা বের করানোর সময় পায়ে ক্ষতও তৈরি হয়। এমনকি বর্ষাতে যখন জল বেড়ে যায় তখন আরও সমস্যায় পড়তে হয় তাঁদের। অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কোনও সুরাহা হয়নি। এমনকি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার থেকে শুরু করে রাজারামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ‌ চৌধুরী মোহন জাটুয়া‌কে লিখিতভাবে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।    

তবে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত পরিষ্কার জানিয়েছেন, এখন সরকারের কোনও তহবিল নেই।


Follow us on :