২৬ এপ্রিল, ২০২৪

Purulia: প্রজাতন্ত্র দিবস-সরস্বতী পুজো না হওয়ায় তুমুল বিক্ষোভ স্কুলে! ক্ষুব্ধ পড়ুয়া থেকে অভিভাবক
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-27 16:35:27   Share:   

স্কুলে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী (Republic Day) পুজো না হওয়ার প্রতিবাদে স্কুলশিক্ষকদের ঘিরে চরম বিক্ষোভ দেখালেন পড়ুয়া-অভিভাবকরা। ঘটনাটি পুরুলিয়া শহরের নামপাড়া এলাকার চ্যাটার্জি পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার সকালে হঠাৎই স্কুলের শিক্ষকদের দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার চ্যাটার্জি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অবস্থার অবনতি হওয়ায় ঘটনা সামাল দিতে আসতে হয় পুলিসকে। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস ছাড়াও সরস্বতী পুজো (Saraswati Puja 2023) ছিল।

পড়ুয়ারা সরস্বতী পুজো উপলক্ষে সকালে অঞ্জলি দিতে আসলে স্কুলের গেটে তালা দেখতে পায়। পড়ুয়ারা জানান, 'স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে কোনওরকম আয়োজন করা ছিল না। এরপরই তাঁরা ক্ষোভে ফুঁসতে থাকে। পরের দিন স্কুলে শিক্ষকরা গেলে তাদের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে পড়ে গোটা স্কুল চত্বর।'

অভিভাবকরা জানান, 'কেন হবে না স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন? স্কুলে সরস্বতী পুজোই বা পালন করা হবে না কেন? পড়ুয়ারা কী শিখবে শিক্ষকদের থেকে? এই সকল প্রশ্ন তোলেন অভিভাবকরা শিক্ষকদের বিরুদ্ধে।' তাঁদের কঠোর শাস্তির দাবি তোলেন অভিভাবকরা।

এদিকে শিক্ষকদের পাল্টা যুক্তি, 'বর্তমানে স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা পাঁচজন। তাঁদের প্রত্যেকের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় স্কুলে পুজোর আয়োজন করতে পারেনি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তারা আগের দিন স্কুলের কক্ষের ভিতর পতাকা উত্তোলন করেছিলেন।'  


Follow us on :