১৩ মে, ২০২৪

Barasat: শিক্ষা দুর্নীতিতে নয়া প্রতারণার ফাঁদ! বিধানসভায় চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-31 13:44:58   Share:   

শিক্ষা দুর্নীতিতে নতুন প্রতারণার ফাঁদ। শিক্ষা দফতর থেকে শুরু করে সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে উঠেছে লক্ষাধিক টাকার প্রতারণা। এবিষয়ে বারাসত থানায় অভিযোগ জানালেও মেলেনি কোনো সমাধান। যার ফলে বুধবার ইডি দফতরে বেশ কিছু প্রতারিতরা অভিযোগ করতে যায়। 

প্রতারিতদের অভিযোগ, মিতা মুখার্জি নামে বারাসতের এক বাসিন্দা যিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম করে প্রদীপ বিশ্বাস নামে এক ব্য়ক্তিকে দিয়ে টাকা তোলাতেন। জানা গিয়েছে, ওই প্রদীপ বিশ্বাস বিভিন্ন বেকার যুবকদের ফোন করে বলতো তার এক দিদি আছে মিতা মুখার্জি যিনি বিধানসভায় চাকরি করে। 

এরপর যারা চাকরি করতে চাইত তাদের থেকে টাকা নেওয়া হত। এমনকি টাকা নেওয়া পর ভুয়ো জয়েন্ট লেটার দেওয়া হয়েছিল। সেই ভুয়ো জয়েন্ট লেটার নিয়ে যখন যাওয়া হয় তখন সবাই বুঝতে পারে পুরোটাই পরিকল্পনামাফিক একটা প্রতারণার ছক। এরপর টাকা ফেরত চাইতেই মিতা মুখার্জি বলে টাকা চাইলেই মেরে দেবো। এই ঘটনায় বারাসত থানায় অভিযোগ জানাতে গেলে পুলিস প্রতারিতদের তাড়িয়ে দেয় বলে অভিযোগ।


Follow us on :