১৪ মে, ২০২৪

Election: ফের একবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, লোকসভা নির্বাচনী প্রচারে কোচবিহার আসবেন নরেন্দ্র মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-31 18:10:39   Share:   

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। সাত দফায় লোকসভা ভোটের নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলবে ভোটগণনা পর্ব। প্রথম দফায় কোচবিহারে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। আগামী সপ্তাহে নির্বাচনী প্রচারে দেখা যাবে নেতা মন্ত্রীদের। আগামী ৪ এপ্রিল কোচবিহারে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের আমন্ত্রণে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সূত্রের খবর, আগামী ৪ এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই রাসমেলা মাঠ পরিদর্শন করে কোথায় কী হবে সেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছেন বিজেপি নেতৃত্বরা। নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারে আসার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতেই রবিবার কোচবিহার রাসমেলা ময়দান পরিদর্শনে গেলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য পরিদর্শক মঙ্গল পান্ডে, কোচবিহার বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। 

চলতি মাসে প্রধানমন্ত্রী দুদিনের জন্য় বাংলা সফরে এসেছিলেন। লোকসভা নির্বাচনের সময়সীমা ঘোষণার আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত জনসভা করেছেন নরেন্দ্র মোদি। 


Follow us on :