১৫ মে, ২০২৪

NIA: রামনবমীতে হওয়া অশান্তির ঘটনায় ৬টি মামলা রুজু করলো এনআইএ
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-11 15:40:34   Share:   

রামনবমীতে (Ram Navami) গোটা রাজ্যজুড়ে বেশ কয়েকটি জায়গায় অশান্তির ছবি ধরা পড়ে। রাজ্যের হাওড়া (Howrah) শিবপুর, হুগলির রিষড়া (Rishra) ও ডালখোলায় অশান্তির অভিযোগ ওঠে। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে পুলিস। বিক্ষিপ্ত ভাবে এ ঘটনা গুলিতে হাওড়ার শিবপুরে পুলিসও আক্রান্ত হয়, বহু সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ।

এ ঘটনায় ইন্টারনেট বন্ধ করে, এলাকায় ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হয়। ওই ঘটনায় পুলিস আলাদা মামলা রুজু করে তদন্ত শুরু করে। কিন্তু বিজেপি এ ঘটনা গুলিতে হাইকোর্টের দ্বারস্থ হয়, এনআইএ তদন্ত চেয়ে।

বিজেপির আবেদনে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । কলকাতা আদালত আরও নির্দেশ দেয়, রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে সমস্ত তথ্য ও ফাইল এনাইএকে দিতে হবে। সেই মতো তদন্তে নেমে এনআইএ গোটা ঘটনাগুলিতে ৬ টি মামলা রুজু করে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই মামলা গুলি আদালতে তোলা হয় বলে খবর।


Follow us on :