১৭ মে, ২০২৪

Bird: পাচারের আগে কাঞ্চনকন্য়া এক্সপ্রেস রেলের বগি থেকে উদ্ধার এক হাজারেরও বেশি পাখি
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-31 17:57:09   Share:   

পাচারের আগেই উদ্ধার (Rescue) খাঁচা ভর্তি পাখি (Bird)। ঘটনায় আটক তিন অভিযুক্ত। বাগডোগরা রেল স্টেশনে কাঞ্চনকন্য়া এক্সপ্রেস রেলের বগি থেকে উদ্ধার হয় ওই খাঁচা ভর্তি পাখিগুলি। পুলিস সূত্রে খবর, প্রায় এক হাজারেরও বেশি পাখি খাঁচা বন্দি অবস্থায় উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা বনদফতরের কর্মীরা।  

জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা বনদফতরের কর্মীরা ও রেল পুলিস বাগডোগরা স্টেশনে কাঞ্চনকন্য়া এক্সপ্রেস ট্রেনটির জেনারেল কামড়ায় হানা দেয়। ট্রেনের জেনারেল কামরার বাথরুমের ভিতর থেকে খাঁচা ভর্তি প্রায় এক হাজারেরও বেশি পাখি উদ্ধার করে।

এই পাখিগুলি বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই এই পাখিগুলি যারা নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থার আশ্বাস দেওয়া হয় বাগডোগরা বনদফতরের রেঞ্জার সমিরণ রাজের তরফে।


Follow us on :