১০ মে, ২০২৪

Rail: রেলে বিপুল বরাদ্দ মোদী সরকারের, সাজানো হবে শিয়ালদহ-হাওড়া শাখার কিছু স্টেশন
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-05 13:09:56   Share:   

বিমানবন্দরের মতোই ঝাঁ চকচকে হবে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের রেল স্টেশনগুলি। সব মিলিয়ে  আপাতত দেশের মোট ২৮টি রেল স্টেশনকে এমন অত্যাধুনিক ভাবে সাজিয়ে ফেলা হবে। ইতিমধ্যেই এই কাজে হাত দিয়েছে রেলমন্ত্রক।

আগামী রবিবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শিলান্যাস করবেন। এই অমৃতভারত স্টেশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ- করা হয়েছে ৪৫৮ কোটি টাকা। তবে, বাংলা ছাড়াও বিহার ও ঝাড়খন্ডের একাধিক স্টেশনকে এমন উন্নত মানের গড়ে তোলা হবে।

এই তালিকায় রয়েছে শিয়ালদহ এবং এই ডিভিশনের অন্তর্গত চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়াডহরি, বহরমপুর, ব্যারাকপুর ও কৃষ্ণনগর স্টেশন। ওদিকে হাওড়া ডিভিশনের শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট, বোলপুর, অম্বিকা, কালনা, নবদ্বীপ, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনকেও সাজানো হবে। এছাড়াও আসানসোল, মালদহ ডিভিশন মিলিয়ে আরও ১২টি স্টেশনকে বাছাই করা হয়েছে।


Follow us on :