১৩ মে, ২০২৪

Mittal group: উত্তরবঙ্গে ২৫০ কোটি বিনিয়োগ করবে মিত্তল গ্রুপ, ঘোষণা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-19 13:42:37   Share:   

শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে মোট ২৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে পিসি মিত্তল গ্রুপ। এই গোষ্ঠীর গোড়াপত্তন বাংলাতেই। ধীরে ধীরে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়ে তাঁদের ব্যবসা। এবার বাংলাতেও তাঁরা বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে।

সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব ও অন্য শিল্পপতিদের এক প্রতিনিধি দল স্পেনের কনস্ট্যান্টির ট্র্যাভিপোসে যান। স্পেনের অন্যতম রেল কোচ তৈরির সংস্থা পিসি মিত্তল গ্রপের মালিকাধীন রেল ওয়ানের কারখানা পরিদর্শন করেন তাঁরা। কর্ণধার কমলকুমার মিত্তলও সেখানে ছিল। এরপরই সংস্থার কর্ণধার ঘোষণা করেন, শিলিগুড়িতে ইথানল তৈরির কারখানা তৈরি করা হবে। বিনিয়োগ হবে ১৫০ কোটি। কারখানার উৎপাদন ক্ষমতা হবে ২ লক্ষ লিটার। এছাড়া নিউ জলপাইগুড়ির নতুন আধুনিক কংক্রিট স্লিপার তৈরির কারখানার জন্য ১০০ কোটি বিনিয়োগ হবে।


Follow us on :