১৩ মে, ২০২৪

Murshidabad: বালি মাফিয়াদের গ্রাসে ময়ূরাক্ষী নদীর চর, অবৈধ বালি উত্তোলন রুখতে দাবাং মুডে BLRO
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-08 14:47:48   Share:   

রাজ্যের আনাচকানাচে দাপিয়ে বেড়াচ্ছে বালি মাফিয়ারা। নদীর বুক চিরে চলছে অবৈধ বালি উত্তোলন। মুর্শিদাবাদও তার ব্যতিক্রম নয়। এবার সেই বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে দাবাং মুডে বড়ঞার বিএলআরও রঞ্জন কুমার দে। বালি ঘাটে গিয়ে আইনি নোটিস টাঙানোর পাশাপাশি সর্তকবার্তা দিলেন বিএলআরও।

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ময়ূরাক্ষী নদীর পাড় থেকে অবৈধভাবে বালি খনন করে প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন চলছে বালি পাচার। প্রতিনিয়ত বালি খননের ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে ময়ূরাক্ষী নদীর একাংশের। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে ময়ূরাক্ষী নদীর সুন্দরপুর বিপ্লবী ননী সেতু এলাকায় অভিযান শুরু করেন এবং কার্যত এমন পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল বিএলআরওকে।

প্রকৃতি ধ্বংসে মেতেছে সমাজের একশ্রেণির আসাধু চক্র। এভাবেই বালি উত্তোলন চলতে থাকলে কমবে জলের স্তর, নদী হারাবে তার গতিপথ। বাড়বে বন্যার আশঙ্কা। তাই অবিলম্বে বালি উত্তোলন বন্ধ হওয়া প্রয়োজন। বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে বিএলআরওর এহেন পদক্ষেপ কতটা কার্যকর হয় সেটাই দেখার।


Follow us on :