১৬ মে, ২০২৪

Titagarh: ভরদুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলকর্মী, ব্যবসায়িক শত্রুতা?
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-28 17:17:53   Share:   

কলকাতার অদূরে ভরদুপুরে শুটআউটের (Shootout) ঘটনা ঘটল। ওই গুলিতে নিহত হলেন এক তৃণমূল (TMC) কর্মী। পুলিস জানিয়েছে, শনিবার দুপুরে টিটাগড় (Titagarh) এলাকার ঘটনা। নিহত তৃণমূলকর্মীর নাম  আনোয়ার আলি। পুলিস (Police) জানিয়েছে, দুপুরে বাইকে করে আসা দুই দুষ্কৃতী আনোয়ারকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আনোয়ারের।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার আলি। আলি হায়দার রোড ধরে যাওয়ার সময় মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মুখে গুলি লাগে আনোয়ার আলির। ভরদুপুরে জনবহল এলাকায় এমন কাণ্ডে হকচকিয়ে যান স্থানীয় মানুষজন। ততক্ষণে রাস্তার উপরেই লুটিয়ে পড়েছেন ওই গুলিবিদ্ধ তৃণমূল নেতা। স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁকে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পর কলকাতার কোনও হাসপাতালে রেফার করেন তাঁকে। এই ঘটনায় তীব্র আতঙ্ক টিটাগড়ে। সাইবার ক্যাফে,মানি লেন্ডিং এবং আরও কয়েকটি ব্যবসা করতেন আনোয়ার আলি। পুলিসের সন্দেহ সুদের কারবার নিয়েই ঝামেলার জেরেই খুন হয়েছেন আনোয়ার।


Follow us on :