১২ মে, ২০২৪

Manik: 'বেআইনি'ভাবে অধ্যক্ষ হন মানিক ভট্টাচার্য! হাইকোর্টে জানাল ইউজিসি
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-11 16:10:52   Share:   

অধ্যক্ষ হিসাবে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল অবৈধ! শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। নিয়োগ দুর্নীতিতে বর্তমানে তিনি জেলেও। কিন্তু এরই মধ্যে আরও এক অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। প্রাক্তন সভাপতির হিসাবে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে এবারে তাঁর অধ্যক্ষ পদ নিয়েও উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল অবৈধ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC) আদালতকে জানিয়েছে, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এই পদে বসার যোগ্য ছিলেন না।

১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ 'বেআইনি' ছিল। ওই পদে বসার মতো তার কোনও যোগ্যতা ছিল না। ইউজিসি একটি মামলায় হলফনামা দিয়ে জানালো কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় এই হলফনামা দেয় ইউজিসি। ওই কলেজের অধ্যক্ষদের বেআইনি নিয়োগ সহ নানা অভিযোগে দায়ের মামলায় এই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ছুটির পরে মামলার ফের শুনানির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।


Follow us on :