১১ মে, ২০২৪

Mamata: সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে জাতীয় স্তরে কংগ্রেসকে কটাক্ষ মমতার
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-16 18:44:49   Share:   

সিপিএমের (CPIM) সঙ্গে থেকে বাংলায় কংগ্রেস (Congress) যেন তৃণমূলের (TMC) সাহায্য আশা না করে। কাকদ্বীপের (Kakdwip) জনসভা থেকে কংগ্রেসকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে সাহায্য তিনি করবেন। কিন্তু, বাংলায় যেন কংগ্রেস কোনও সাহায্য প্রত্যাশা না করে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই এবার বিজেপি বিরোধী জোট নিয়ে প্রশ্ন উঠে গেল।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কংগ্রেস বাংলায় সিপিএমের সঙ্গে জোট বেঁধে আবার সংসদে আমাদের সাহায্য চাই। বিজেপি বিরোধিতার জন্য আমরা দিল্লিতে তাও সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য যেন না আশা না করে কংগ্রেস।' স্পষ্ট করে দিলেন, জাতীয় স্তরে সমঝোতা করতে চাইলেও এ রাজ্যে সিপিএমের সঙ্গে থাকলে সেটা সম্ভব নয়।

এদিকে, ২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী জোটের সম্মিলিত বৈঠক। তাতে উপস্থিত থাকার কথা মমতা এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। তার আগে মমতার মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।


Follow us on :