০৯ মে, ২০২৪

Malda: মালদহের চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সাফল্য জেলা পুলিসের, গ্রেফতার ১
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-06 13:09:11   Share:   

বড়দিনের সন্ধ্যায় মালদহের চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ছড়িয়েছিল তীব্র আতঙ্ক। ডাকাতির পর গুলি ছুঁড়ে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার পর এলাকায় পুলিস পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এবার এই ঘটনায় বড় সাফল্য পেল জেলা পুলিস। ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজনের মধ্যে অন্যতম একজনকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিস।

জানা গিয়েছে, শুক্রবার জেলা পুলিসের বিশেষ অভিযানে ঝাড়খণ্ড পুলসের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকা থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম দীপক কুমার দাস (২২)। প্রাথমিক জেরায় ধৃত যুবক চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, টাকার বিনিময়ে বিভিন্ন দুষ্কৃতীমূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকতো এই যুবক। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ১৪ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, পূর্বাঞ্চলের কুখ্যাত ডাকাত লালু সাহানী গ্যাং-এর অন্যতম সদস্য হলো এই দীপক দাস। ২২ বছর বয়সী এই যুবক সম্প্রতি বিভিন্ন দুষ্কৃতীমূলক কর্মে লিপ্ত ছিল।


Follow us on :