১০ মে, ২০২৪

Mahua: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কের মাঝেই মহুয়ার পাশে দল! জেলা সভাপতির দায়িত্বে সাংসদ
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-13 16:00:02   Share:   

'টাকা নিয়ে প্রশ্ন' মামলায় লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) সাংসদপদ খারিজ হওয়ার প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছে। এখন কার্যত সময়ের অপেক্ষা। আর সেই পরিস্থিতিতে তৃণমূলে পদোন্নতি হল মহুয়ার। কল্লোল খাঁকে সরিয়ে লোকসভা ভোটের আগে মহুয়াকে নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি করল তৃণমূল। 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে মহুয়া মৈত্র থাকলেও দল থেকে ব্রাত্য নন তিনি, বরং তাঁর উপরই ভরসা রাখল তৃণমূল (TMC)।

আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগেই আজ অর্থাৎ সোমবার কিছু জেলার নেতৃত্বে বদল এনেছে ঘাসফুল শিবির। তখনই জানা গেল, 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কের মাঝেই দলে ওজন বাড়ল মহুয়ার। একেবারে সাংগঠনিক জেলার সভাপতি করা হল মহুয়া মৈত্রকে। টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে, দলের তরফে তেমন কোনও প্রতিক্রিয়া দিতে না দেখা গেলেও দলের এই সিদ্ধান্তে বোঝাই গেল মহুয়ার পাশেই রয়েছে দল। এর পরই নিজের এক্স হ্যান্ডেলে দলকে ধন্যবাদ জানিয়েছেন মহুয়া। ক্যাপশনে লিখেছেন, "কৃষ্ণনগরের (নদিয়া উত্তর) সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই। কৃষ্ণনগরের সাধারণ মানুষের জন্য আমি সবসময় দলের হয়ে কাজ করে যাব।"


Follow us on :