১৭ মে, ২০২৪

Maheshtala: মানবিক ডায়মন্ড হারবার জেলা পুলিস! মহেশতলা ট্রাফিক গার্ডের কর্মীদের ছাতা-ওআরএস বিতরণ
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-25 17:23:25   Share:   

জেলা পুলিসের উদ্যোগে তীব্র গরমের কথা মাথায় রেখে মানবিক উদ্যোগ। মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিসকর্মীদের হাতে তুলে দেওয়া হল ছাতা, জলের বোতল এবং ওআরএস-এর প্যাকেট সহ অন্য সামগ্রী। অতি গরমে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে চলেছেন ট্রাফিক গার্ডের পুলিস। এবার ডায়মন্ড হারবার জেলা পুলিসের উদ্যোগে মহেশতলায় ট্রাফিক গার্ডের পুলিস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হল একটি ছাতা জলের বোতল এবং ওআরএস-এর প্যাকেট। তীব্র গরমের কথা মাথায় রেখেই জেলা পুলিসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময়ই রাস্তায় অনবরত দাঁড়িয়ে তাঁদের কাজ করতে হয়। আজ মহেশতলার বাটা মোড়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ট্রাফিক গার্ডের পুলিস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এই সামগ্রী। উপস্থিত ছিলেন জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়-সহ ডিএসপি ট্রাফিক বিমান হালদার, ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ-সহ মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুবিন্দু সরকার এবং মহেশতলা ট্রাফিক ইন্সপেক্টর অশোক ঘোষ উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে এক পুলিস কর্তা বলেন, 'গরমে যাঁরা ট্রাফিক সামলান, তাঁদের উৎসাহ বাড়াতে এবং শরীর সুষ্ঠ রাখতে সামার কিট তুলে দিচ্ছি। আমাদের পুলিস সুপারের নির্দেশে এবং উদ্যোগে এই কাজ। গরমকাল জুড়ে এই কর্মসূচি চলবে।'


Follow us on :