১৬ মে, ২০২৪

Arjun Singh:'আইসির ট্যালেন্ট আছে,' তৃণমূল কাউন্সিলরদের বকে দেওয়া আইসির প্রশংসায় সাংসদ অর্জুন
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-30 19:16:55   Share:   

টিটাগড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষের কারণে প্রাণ যায় তৃণমূলের এক কর্মীর। রবিবার দুপুরে এলাকা দখল করা নিয়ে সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মৃত ব্য়াক্তির নাম আকাশ। এই ঘটনায় খড়দহ থানার আইসি রাজকুমার সরকারের কাছ থেকে ধমক শুনেছেন দুই তৃণমূল কাউন্সিলরই। সেই কারণে খড়দহ থানার আইসির প্রশংসা করেছেন সাংসদ অর্জুন সিং। 

অর্জুন সিং বলেন, 'খড়দহের আইসির ট্যালেন্ট আছে। আর সে যদি এভাবেই কাজ করে যায় তাহলে অভিযুক্তদের ধরে ফেলবে।' অর্জুনের আরও দাবি, অনেক অফিসার তাঁদের ক্ষমতা পেয়ে নিজেদের দায়িত্ব-কর্তব্য় ভুলে গেছে। তবে নিরীহ তৃনমূল সমর্থকদের মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। 

এদিন অবশ্য ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং আরও বলেন, 'খড়দহ থানার আইসি রাজকুমার অ্যান্টি ক্রিমিনাল অফিসার। ও ঠিক আকাশের খুনের অপরাধীদের গ্রেফতার করে ফেলবে। তবে যদি কোনও প্রভাব কাজ করে তাহলে অন্য কথা। সাংগঠনিক দিক আমি দেখিনা। ওটা তাপস রায় দেখেন। তাই কি জন্য গোষ্ঠীদ্বন্ধ সেটা উনি বলতে পারবেন।'


Follow us on :