১২ মে, ২০২৪

Midday meal: গাইঘাটায় মিড ডে মিলের চাল চুরির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-15 18:43:53   Share:   

স্কুল থেকে ব্য়াগ ভরে চাল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে পাকড়াও অভিযুক্ত এক মহিলা। মিড ডে মিলের চাল চুরির অভিযোগে স্কুলের গেট আটকে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়া ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ স্কুলের আবর্জনা পরিষ্কার করার কাজে যুক্ত এক ব্যক্তিকে পুলিস আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷ 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে সকালবেলার দিকে এক মহিলা স্কুলে এসে ব্যাগে করে চাল নিয়ে পিছনদিক থেকে চলে যায়৷ এদিন সকালে স্থানীয় এক দোকানদার মহিলাকে স্কুলে ঢুকতে দেখা যায়। তারপর কিছুক্ষণ পরে ওই মহিলাকে স্কুল থেকে বাইরে বেরোতে দেখেই তাঁকে ধরে স্থানীয়রা। এরপর তাঁর ব্য়াগ থেকে উদ্ধার হয় চাল।  

এরপর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে স্কুলে আসতেই প্রধান শিক্ষককে ঘিরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকে৷ স্থানীয়দের অভিযোগ, মিড ডে মিলের চাল চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকও জড়িত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন 'স্থানীয় একজন আছে যে রোজ স্কুলে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে। সে প্রতিদিন সকালে স্কুলে এসে চাবি দিয়ে গেট খোলে৷ আমরা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করেছি এবার পুলিস তদন্ত করে দেখুক৷


Follow us on :