১০ মে, ২০২৪

Birbhum: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলল টিকটিকি, ঘটনায় উত্তেজিত রানীপাথর গ্রাম
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-08 16:57:09   Share:   

এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে দেখা মিলল টিকটিকি। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে খয়রাশোল ব্লকের রানীপাথর গ্রামের দাসপাড়া ৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনের মতো এদিন সকালেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। এরপর শিশুদের মায়েরা সেই খিচুড়ি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর শিশুদের জন্য রান্না করা সেই খিচুড়ি খাওয়াতে গিয়েই অভিভাবকদের চোখে পড়ে টিকটিকি। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তারপর খবর দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। যে শিশু ও মায়েরা খিচুড়ি খেয়েছিল তাঁদেরকে খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। প্রায় ২৫ জন শিশু ও মা যায় স্বাস্থ্যকেন্দ্রে। যদিও এখনও পর্যন্ত কারোর কোন শারীরিক সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। বর্তমানে প্রত্যেকেই সুস্থ অবস্থায় রয়েছে বলে জানান চিকিৎসক। 


Follow us on :