১৫ মে, ২০২৪

Murshidabad: নদীগর্ভে তলিয়ে যাচ্ছে জমি, গঙ্গা ভাঙন অব্যাহত মুর্শিদাবাদ, মালদহে
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-16 12:05:04   Share:   

গঙ্গা তীরবর্তী এলাকা মানেই ভাঙনের (River Erosion) অভিশাপে জর্জরিত। জনজীবনকে কার্যত বিপর্যস্ত ও অনিশ্চিত করে তোলে। সেই সমস্যার স্থায়ী সমাধানের খোঁজ করেন গঙ্গাপাড়ের বাসিন্দারা। কিন্তু স্থায়ী সমাধান তো দূরের কথা, কোনও কিছুতেই যেন ভাঙন থেকে মুক্তি মিলছে না মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের (Samserganj) মানুষের। বর্ষা পড়তেই ফের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে আতঙ্ক শুরু হয়েছে। ধীরে ধীরে গোটা গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আতঙ্কে  মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত মহেশটোল, প্রতাবগঞ্জ এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদের পাশাপাশি গঙ্গা ভাঙনে বিপর্যস্ত মালদহও (Malda)।

মালদহের মালিক গোপালপুর এলাকায় গঙ্গা ভাঙ্গনে গত কয়েকদিনে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এই পরিস্থিতিতে গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে মালদহের মিল্কির ভবানীপুরে আম বাগানের মধ্যে। ত্রিপাল খাটিয়ে কোনওমতে দিন কাটাচ্ছেন তাঁরা। নেই বিদ্যুতের ব্যবস্থা ও পর্যাপ্ত পানীয় জল। প্রশাসনের কোনও ব্যক্তি একবারের জন্য খোঁজ নিতেও আসেননি বলে অভিযোগ জানাচ্ছেন গৃহহীন গ্রামবাসীরা। পুনর্বাসনের অপেক্ষায় সাধারণ মানুষ।


Follow us on :