১৫ মে, ২০২৪

Weather: শহরজুড়ে যেন লু-এর মরশুম, বৃষ্টি কি আদৌ হবে! জানুন পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-12 12:43:24   Share:   

সকাল থেকে রোদের তেজে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। লু বইছে শহর কলকাতায় (Kolkata)। গত কয়েকবছরের মধ্যে উষ্ণতম (Weather) এপ্রিল মাস বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা (Temperature) চড়বে ৪২ ডিগ্রি সেলসিয়ায়ে। দীর্ঘ মেয়াদি এই গরম বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন ধাপে ধাপে তাপমাত্রা আরও বাড়বে। কলকাতাতেই তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। চৈত্রের শেষে বৈশাখের শুরুতে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি আগেও ঘটেছে। তবে সেটা এতদিন ধরে কখনও থাকেনি। আগামী ১৫-১৬ এপ্রিল পর্যন্ত এই শুষ্কবাতাসের প্রভাব রাজ্যের উপরে থাকবে। সেকারণে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হবে।

উল্লেখ্য, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গরমের এই দাবদাহ বজায় থাকবে রাজ্যে। পাশপাশি উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।


Follow us on :