১৫ মে, ২০২৪

Weather: টানা বৃষ্টিতে বাতাসে জলীয় বাষ্প, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কী পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-07 12:50:01   Share:   

চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এই জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়াতে আবহাওয়া অনেক শুষ্ক রয়েছে এবং তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।

আবহাওয়া সূত্রে খবর, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ফলে গরমের তীব্র দাবদহের পূর্বাভাস তা কিন্তু ইতিমধ্যে আসতে চলেছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের দিকে অল্প পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের দিকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে দক্ষিণবঙ্গে তীব্র দাবদহ ইতিমধ্য়ে শুরু হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দিকে এগোচ্ছে। শুক্রবার দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির বেশি থাকবে এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।


Follow us on :