২৬ এপ্রিল, ২০২৪

Weather: ফের পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের, শীত কি ফিরছে?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-08 13:20:02   Share:   

গরমেই কেটেছে বাঙালির দোল (Vasanta Utsav)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের (Temperature) তেজ। এসব কিছুকে তোয়াক্কা না করে সকলে মেতে উঠেছিল রঙের উৎসবের আনন্দে। কিন্তু বৃহস্পতিবার থেকে আবহাওয়া (Weather) বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ বৃহস্পতিবার থেকে হালকা একটা ঠাণ্ডার পরশ পাবেন রাজ্যবাসী।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দিনভর দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলোতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। রাত এবং ভোরের দিকে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী থাকবে আগামী ৪৮ ঘণ্টা। ১০ মার্চ পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে তেমনই ১১ মার্চ থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে রাজ্যে। ইতিমধ্যেই পশ্চিম ভারতের একাধিক রাজ্যে লু বওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও তাপমাত্রার পারদ চড়বে হু হু করে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Follow us on :