১৭ মে, ২০২৪

Weather: ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা, শীত বিদায় নিয়ে কী পূর্বাভাস?
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-15 12:07:59   Share:   

মঙ্গলবার তাপমাত্রা (Temperature) সোমবারের তুলনায় কিছুটা কমেছিল। আগামী ২৪ ঘণ্টাও এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতায় (Kolkata) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি। যা স্বাভাবিক দিয়ে দুই ডিগ্রি কম। বুধবারও ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। ২৪ ঘণ্টা পর থেকে দিনের আর রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। কলকাতার ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর থেকে ১০ দিনের মধ্যে ১৫ ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রার আসার কোন সম্ভাবনা নেই বলে খবর মৌসম ভবন সূত্রে খবর।

১৮ তারিখের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। ফলে শীত সেভাবে অনুভূত আর হবে না বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াও শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।


Follow us on :