২৭ এপ্রিল, ২০২৪

Weather: বেলা বাড়তেই অস্বস্তি বাড়বে! কত উষ্ণ হবে বাংলা, জানুন পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-23 10:52:01   Share:   

কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে গরম ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।‌ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়লেই অস্বস্তি বাড়বে। আগামী ৪ থেকে ৫ দিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) একই থাকবে। দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে মৌসম ভবন জানিয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।


Follow us on :