২৬ এপ্রিল, ২০২৪

Weather: আগামী দিনে আরও বাড়বে রোদের তেজ, কী বলছে পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-01 15:47:41   Share:   

বেলা বাড়তেই রোদের তেজ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার (Temperature) পারদ। এই মুহূর্তে কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩২ ডিগ্রি ছুঁয়েছে। ৩ মার্চ শুক্রবার থেকে দিনের তাপমাত্রা (Weather) বাড়তে শুরু করবে। কলকাতার তাপমাত্রা সেক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পংয়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। উভয় বঙ্গের ক্ষেত্রে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে খবর।

কলকাতা ও আশেপাশে এলাকার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।


Follow us on :