১১ মে, ২০২৪

Kidnap: বোর্ড গড়তে বিরোধী দলের জয়ী প্রার্থীকে অপহরণ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কান্তির
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-28 13:39:54   Share:   

বোর্ড গড়তে সিপিআইএম সমর্থিত প্রার্থী ও বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, এই ঘটনায় পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, কলকাতার অতিথিশালা থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপির তিন জয়ী প্রার্থী ও বাম সমর্থিত এক নির্দল প্রার্থীকে অপহরণ করেছে তৃণমূল।

সূত্রের খবর, এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন-ডিজিটাল)। কান্তির অভিযোগ, মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য বিরোধীদের উপর চাপ সৃষ্টি করছিল তৃণমূল। শাসকদলের শাসানি, হুমকিতে মাথা নত না করে মঙ্গলবার রাতে পঞ্চসায়রের অতিথিশালায় আশ্রয় নেন শাসকদলের বিরোধী জয়ী প্রার্থীরা। সেখান থেকেই তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করা হয়েছে। সিপিএম নেতার কথায়, ‘বন্দুক দেখিয়ে ওঁদের অপহরণ করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি।’

কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫টি। এই পঞ্চায়েত ভোটে সেখানে তৃণমূল জেতে চারটি আসনে। সিপিএম পায় তিনটি এবং বিজেপি ছ’টি। দু’টি আসনে জেতেন নির্দল প্রার্থীরা। কান্তির অভিযোগ, শুক্রবার নিরাপত্তার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ছিল বিরোধী ওই প্রার্থীদের। তার আগে তাঁদের অপহরণ করা হল। সিপিএম নেতার আরও দাবি, তাঁদের অপহরণ করে মথুরাপুর ১ নম্বর ব্লকের একটি অতিথিশালায় রাখা হয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি বাপি হালদার বলেন, ‘‘বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। ওরা নিজেদের জয়ী প্রার্থীদের ধরে রাখতে পারছে না। এতে শাসকদলের কী করার আছে? তৃণমূল অপহরণের রাজনীতিতে বিশ্বাস করে না। কাউকে অপহরণ করার প্রয়োজনও নেই আমাদের। ওরা নিজেদের প্রার্থীদের ধরে রাখতে না পেরে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।’


Follow us on :