১৪ মে, ২০২৪

Arrest: দেশের নিরাপত্তার তথ্য পাচারের অভিযোগে মুম্বই এটিএসের হাতে গ্রেফতার কালিয়াগঞ্জের অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-18 17:56:35   Share:   

কোন খাদের কিনারায় দাঁড়িয়ে দেশের সুরক্ষা? সংসদ ভবনের ধোঁয়া হামলার পর থেকেই দেশের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। এর মাঝেই শঙ্কা ভারত-বাংলা সীমান্তের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ নিয়ে। দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের অভিযোগে মুম্বই অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে গ্রেফতার কালিয়াগঞ্জের যুবক মুক্তা মাহাতো। অভিযোগ, দেশের গোপন তথ্য পাচার করেই মুক্তার অ্যাকাউন্টে ঢুকেছে হাজার হাজার টাকা। একটি কম্পিউটারের দোকানে কাজ করত সে৷ শুক্রবারই ধৃতকে তোলা হয় রায়গঞ্জ জেলা আদালতে৷

অভিযোগ, দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের ঘটনায় অ্য়াকাউন্টে হাজার হাজার টাকা ঢুকেছিল ধৃতের। এই ঘটনা জানতে পেরেই হুঁশ উড়ে যায় তদন্তকারীদের৷ কালিয়াগঞ্জের মত গ্রামীণ এলাকায় বসে কিভাবে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশের হাতে তুলে দিল অভিযুক্ত ওই যুবক! তা ভেবেই পাচ্ছে না তার পরিবার ও প্রতিবেশীরা৷ বর্তমানে দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধে ও জেহাদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মোদি সরকার। তারই মধ্যে কয়েকদিন আগে সংসদে ঘটে অঘটন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনায় কার্যত হতবাক জেলার মানুষ৷ 

এই বিষয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে ধৃতের বিরুদ্ধে মামল রুজু হয়েছে৷ ভারতীয় কিছু গোপন নথি পাচারের অভিযোগ রয়েছে৷ ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারে মুক্তা মাহাতোর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে৷ মূলত মুম্বই ডক ইয়ার্ডে যে সমস্ত জাহাজ আনাগোনা করত সেখানে নজরদারি চালাত তারা। সেখানকার গোপন নথি বিদেশে পাচার করত৷ এই মামলাতেই ৩ দিনের টার্নজিট রিমান্ডে ১৮ ই ডিসেম্বর মুম্বাইর আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন সিজেএম৷ 


Follow us on :