২৬ এপ্রিল, ২০২৪

Weather: রাজ্যর একাংশে ৩০-৪০ কিমি বেগে কালবৈশাখী ধেয়ে আসার সম্ভাবনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-11 12:56:56   Share:   

সকাল থেকেই আকাশের মুখভার। গত কয়েকদিন ধরে রোদের দাপটে নাজেহাল হয়ে গিয়েছিল রাজ্যবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল রোদের তেজ (Weather)। সেই অস্বস্তি থেকে খনিকের মুক্তি পেলেন সকলে। পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় রয়েছে বৃষ্টির (Rain) পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও কলকাতার তাপমাত্রায় খুব একটা হেরফের নেই। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

উল্লেখ্য, উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। এছাড়া জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।


Follow us on :